বিএএফ শাহীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

|

বিএএফ শাহীন কলেজের ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান (পরিচালন), এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও সভাপতি কলেজ পরিচালনা পর্ষদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজ অধ্যক্ষ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্যগাঁথা। উক্ত নৃত্যগাঁথায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজের একাদশ শ্রেণির নিহত ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে স্মরণ করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পিতা-মাতা।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply