পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালক নিহত, আহত ২

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায়ের (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় যানটিতে থাকা আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। আহতরা হলেন, নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে চাষাবাদ শেষে একটি কাঁচা রাস্তা দিয়ে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠছিলো ট্রাক্টরটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ে হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply