ঝিনাইদহে ৩ ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পরিবেশ দূষণের দায়ে তিনটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জানুয়ারি) ঝিনাইদহ পরিবেশ অধিদফতর ও হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস নামক তিনটি ভাটায় নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করা হতো। ফলে এসব ইটভাটাগুলোকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে এসব ইটভাটার কাঠ চেরাইয়ের মিল, কিলন ও কাচাঁ ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ভাই ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা, আরাফ ব্রিকসকে দেড় লক্ষ টাকা ও বিআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার মোবাইল কোর্টটি পরিচালনা করেন। এ সময় হরিনাকন্ডু থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply