ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে: মামুনুল হক

|

ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলগুলোর আগামী নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ভোলা সদরের আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসায় ছবক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো বিগত দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এখন তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

এছাড়াও বাংলাদেশের সংবিধানে ইসলামবিরোধী কোনো আইন, নীতিমালা ও বিধিমালা যাতে কার্যকর না হতে পারে এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার দাবিও জানান মামুনুল হক।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply