ঘোষণাপত্রের আইনি ও রাজনৈতিক দিক ঐকমত্যের মাধ্যমে ঠিক করতে হবে: জোনায়েদ সাকী

|

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, সরকারের পক্ষ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া উচিত। তবে তাড়াহুড়ো করে এটি তৈরি করা যাবে না। পাশাপাশি ঘোষণাপত্রের আইনি ও রাজনৈতিক দিক ঐকমত্যের ভিত্তিতে ঠিক করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকী বলেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও আগামী বাংলাদেশের দিক নির্দেশনা ইত্যাদি বিষয়গুলো একটি দলিলে সন্নিবেশিত হতে পারে। তবে এর পদ্ধতিগত দিক নিয়ে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। সেই অনুযায়ী সরকার একটি কর্মপন্থা ঠিক করবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, ঘোষণাপত্রের জন্য একটি খসড়া কমিটি গঠন করা দরকার। সেই কমিটি সবপক্ষের মতামতকে যুক্ত করে এই দলিলটি তৈরি করবেন। কারণ এটি একটি ঐতিহাসিক দলিল। রাজনৈতিক দলিল হিসেবে সবসময় এটি আমাদের কাজে লাগতে পারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই ঐক্যমত্যের সৃষ্টি হয়েছিল তার ভিত্তিতেই দলিলটি তৈরি হতে হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply