পাকিস্তানের বেলুচিস্তানে ২৫ জানুয়ারিকে ‘বেলুচ গণহত্যা স্মৃতি দিবস’ হিসেবে ঘোষণা করেছে বেলুচ ইয়াকজেহতি কমিটি। বেলুচ জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যে অভিযান চালিয়ে আসছে, সেই গণহত্যার শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রতিবেদনে বেলুচিস্তান পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় নিহতদের মৃতদেহ রাখার জন্য পরিচিত কবরস্থান দাশত কাবরিস্তানে এক সংবাদ সম্মেলনের সময় এই ঘোষণা দেওয়া হয়।
বেলুচ ইয়াকজেহতি কমিটির দাবি, বেলুচ জনগণকে পরিকল্পিতভাবে টার্গেট করা ও হত্যা করা আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার সমান।
বেলুচ ইয়াকজেহতি কমিটির নেতা মাহরাং বালোচ বলেন, ২০১৪ সালের ২৫ জানুয়ারি বেলুচিস্তানের তুতাক অঞ্চলে একশর বেশি বিকৃত মৃতদেহ পাওয়া গিয়েছিল।
তার অভিযোগ, এই দেহাবশেষগুলো পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো কর্তৃক জোরপূর্বক গুম হওয়া বেলুচ ব্যক্তিদের।
/এআই
Leave a reply