সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে। বিষয়টি এখন নিশ্চিত বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেন, ঘোষণাপত্রে কী থাকতে পারে তা পরবর্তী ধাপে আলোচনা করা হবে। এ সময় সরকারের এমন উদ্যোগকে সাধুবাদও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আরিফ সোহেল বলেন, গত ৩১ ডিসেম্বর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা জানিয়েছিলাম। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সবাই একসাথে ঘোষণাপত্র দিলে আরও ভালো হবে বলে আমরা মনে করেছি। এরমধ্যে আমরা বিভিন্ন অংশীজন ও সাধারণ মানুষের মন্তব্য নিয়েছি। পরে গতকাল সরকারের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম ১৫ তারিখের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে সরকারকে আমরা সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখিনি। আলোচনায় আমরা মতামত জানিয়েছি। প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা একমত হতে পেরেছি।
এ সময় বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
/এএস
Leave a reply