শিশুর চোখে অপারেশন নিয়ে মামলায় গ্রেফতার চিকিৎসকের জামিন

|

ইরতিজার নামের এক শিশুর চোখে অপারেশন নিয়ে ওঠা এক অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ আই হাসপাতালের চিকিৎসক ডা. শাহেদারা বেগম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বুধবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। পরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে চোখের সমস্যার জন্য শিশু ইরতিজাকে বাংলাদেশ আই হসপিটালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের ভাষ‍্য, একপর্যায়ে তার বাম চোখে অপারেশন হওয়ার কথা বলা হলেও ভুল করে চিকিৎসক ডান চোখে অপারেশন করেন। পরে পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানালে তিনি দুঃখ প্রকাশ করে শিশুটিকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং অন‍্য চোখের চিকিৎসা করেন। যদিও পরিবারের এসব অভিযোগকে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

/আরএইচ/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply