সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে অপসারণের পর ‘বাফার জোন’ দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারার সাথে কথা বলতে গিয়ে ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ।
ইসরায়েলি দখলদারদের বাফার জোন দখল একটি বেপরোয়া কাজ এবং এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী।
আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে বিরোধী যোদ্ধাদের দ্বারা আসাদকে উৎখাত করার পর, ইসরায়েল গত মাসে গোলান হাইটসের পাশে অবস্থিত ‘বাফার জোন’ যা সিরিয়া ও ইসরায়েলকে পৃথককারী হিসেবে পরিচিত, সেখানে সামরিক ইউনিট মোতায়েন করে ইসরায়েল।
মূলত, ১৯৭৪ সালে জাতিসংঘ-মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে।
ইসরায়েলের সেনারা যখন ‘বাফার জোন’ দখল করে নেয়, তখন সিরিয়া জুড়ে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। তারা বলেছে যে তাদের বিমান হামলা ‘চরমপন্থীদের’ হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করাই মূলত ওই অভিযানের অংশ।
/এআই
Leave a reply