শরিফুল ইসলাম নাফি:
কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলো। প্রথম ধাক্কাটা আসে আইপিএল থেকে। টানা চার সিজনে দল পাওয়া মোস্তাফিজকে গেলোবার কোনো দলই তাকে নেয়নি। আইপিএলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পাননি মোস্তাফিজ। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তবে কি ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজের চাহিদা ফুরিয়ে গেলো?
২৯ বছর বয়সী মোস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা যায়, সর্বশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ ৯ ম্যাচে ৮ দশমিক ১৪ ইকোনমিতে ১৪ উইকেট পেয়েছিলেন। আর ২০২৩ সালে দিল্লির হয়ে ২ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ১১ দশমিক ২৮ ইকোনমিতে ১ উইকেট পান। এছাড়া ২০২২ সালে দিল্লির হয়ে খেলতে নেমে ৮ ম্যাচে ৭ দশমিক ৬২ ইকোনমিতে ৮ উইকেট পান।
ঘরের মাটিতে ২০২৪ সালে বিপিএলে কুমিল্লার হয়ে খেলা ফিজ ১০ ম্যাচে ৯ দশমিক ৩৩ ইকোনমিতে ১৩ উইকেট পান। আর তার আগের বছর একই দলের হয়ে ১০ ম্যাচে ৭ দশমিক ৩৩ ইকোনমিতে ১০ উইকেট পান। আর চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসেরে হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭ দশমিক ৬৫ ইকোনমিতে ৭ উইকেট পেয়েছেন।
এবার তাকানো যাক লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দিকে, ২৪ সিজনে ডাম্বুলা সিক্সাসের হয়ে এই টুর্নামেন্টে ১১ দশমিক ৬ ইকোনমিতে ৫ উইকেট পান মোস্তাফিজ। অন্যদিকে ২০১৮ সালে পিসিএলে লাহোর কালান্দাসের হয়ে খেলতে নেমে ৫ ম্যাচে ৬ দশমিক ৪৩ ইকোনমিতে ৪ উইকেট পান এ বোলার।
টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের মূল অস্ত্র ইকোনমি রেট। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ফিজের ক্ষেত্রে সর্বশেষ তিন আইপিএলে গড় ইকোনমি ৯-এর উপরে। আর ঘরের মাটিতে বিপিএলেও সর্বশেষ তিন টুনামেন্টে গড় ইকোনমি ৮-এর বেশি। অথচ অভিষেক আইপিএলে ৬ দশমিক ৯০ ইকোনমিতে ১৭ উইকেট পেয়েছিল, সেবার তার দল সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল।
ফ্র্যাঞ্চাইজি লিগে তার দল না পাওয়ার অন্যতম একটা কারণ হতে পারে ইকোনমি রেট। কারণ, টি-টোয়েন্টিতে যে বোলার যত কম ইকোনমি রেটে বোলিং করতে পারে, সে বোলারদের বাড়তি চাহিদা থাকে লিগগুলোতে। একইসঙ্গে আইপিএলে ইকোনমি রেট ৮-এর বেশি, তার ওপর গড় হিসাব করলে ম্যাচপ্রতি উইকেট পেয়েছেন ১টি করে। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে দল না পাওয়ার ক্ষেত্রে। সর্বশেষ জাতীয় দলের ৫টি ম্যাচে ১০ ইকোনমিতে ৫ উইকেট পেয়েছেন কাটারমাস্টার।
ক্রিকেটের ছোট সংস্করণে মনযোগ ধরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘসময় ধরে দূরে আছেন মোস্তাফিজ। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স তার হয়ে কথা বলছে না। তবে ভক্তরা এখনও বিশ্বাস করে, তাদের পছন্দের এ ক্রিকেটার চেনা ছন্দে ফিরে আবারও মাঠ মাতাবে। সেই অপেক্ষায় ভক্তরা, তবে আর কত দীর্ঘ হবে এ পথ? সেই উত্তরটা অবশ্যই ফিজকেই দিতে হবে।
/এমএন
Leave a reply