চাঁদপুরের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ, আটক ৯

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকা ইলিশ ও একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৯ জনকে আটকও করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তবে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের ট্রলার তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি ওই ট্রলারে থাকা ৯ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এরপর জব্দকৃত জাটকা ইলিশগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। আটককৃতদের হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply