জামালপুর করেসপন্ডেন্ট:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামের একজনকে কুপিড়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদার এর ছেলে আতাউর রহমান বিপুল তালুকদার(৪৫)। এ ছাড়াও নিহতের স্ত্রী মুক্তা বেগম ও নিহত বিপুলের মা আছমা বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগম এর সাথে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিপুল ও তার স্ত্রী ওপর হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে ফেলার পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ছাড়া তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এটা দেখে বিপুলের মা আছমা বেগম গেলে তারও একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
/এসআইএন
Leave a reply