মাদক ব্যবসা না করায় যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ

|

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে মাদক ব্যবসা না করায় নাহিদ মিনা (২২) নামে এক যুবককে সারারাত পানিতে চুবিয়ে রাখা ও মারধরের অভিযোগ উঠেছে।

আহত ওই যুবকের বাড়ি সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামে। তার বাবার নাম চান মিয়া মিনা। সে চন্দ্রদিঘলিয়া এলাকায় হোটেল ব্যবসা করতো। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রে
পুলিশের কাছে রেখে যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নাহিদ জানায়, তাকে মাদক ব্যবসা করার জন্য পাশের গ্রাম গোপিনাথপুরের আমানত খান এবং ফুকরা গ্রামের আদম ও বাদশা বৃহস্পতিবার রাতে ধরে নিয়ে যায় এবং সারারাত তার ওপর নানাভাবে নির্যাতন চালায়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আবতাব জিলানী জানান, যুবকটিকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চালাচ্ছে বলে তার বাবা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply