বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

|

বরিশাল ব্যুরো:

বরিশালে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী ও সন্তান।শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বাকেরগঞ্জে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে বাজার করে পরিবার নিয়ে বাসায় ফিরছিলেন সেনা সদস্য বুলবুল। দুধলমৌ এলাকায় পৌঁছালে সাকুরা পরিবহণের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান হোসনে আরা বেগম। গুরুতর আহত অবস্থায় বুলবুল ও শিশু আদিয়ানকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ল্যান্স কর্পোরাল বুলবুলকে রাতেই হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে আনা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply