কলকাতার আলোচিত আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে শিয়ালদহ আদালতে এ রায় ঘোষণা করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। আরজি কর মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা, কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী।
এর আগে, গেলো বছরের ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তার বিচারের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ-উত্তালে ফেটে পড়ে।
/এসআইএন
Leave a reply