কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা-সংঘর্ষ, পরিস্থিতি এখনও থমথমে

|

ফাইল ছবি

মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) সহযোগিতায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশি কৃষকদের আম গাছ কাটাকে কেন্দ্র করে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনা ঘটে। বিএসএফের হাতবোমা নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

দিনভর উত্তেজনার মধ্যে বিজিবির দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে।পতাকা বৈঠকে বিএসএফ ঘটনার জন্য ভুল স্বীকার করার পর সীমান্ত এলাকা থেকে দূরে সরে যায় বাংলাদেশি নাগরিকরা।

এদিন সকাল সাড়ে ১১টার দিক থেকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭ এর সাব পিলার ৩/৪এস পিলারের কাছে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, গম কাটার অভিযোগে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বিএসএফের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভুখণ্ডে আম ও পেয়ারা গাছ কাটা শুরু করে। একপর্যায়ে বাংলাদেশের বরই বাগান ধ্বংস করা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে সীমান্তবর্তী বাংলাদেশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।

এ সময় ভারতীয় নাগরিকরা হাঁসুয়া লঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাংলাদেশিদের ওপর চড়াও হয়। এ সময় তাদের অস্ত্র ও পাথরের আঘাতে অন্তত ৫/৬জন গুরুতর আহত হয়। এ সময় বিএসএফ হাত বোমা নিক্ষেপ করলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুইদেশের উভয় পাশে অতিরিক্ত জওয়ান অবস্থান নেয়।

কয়েক জন্য জানান, গত ৬ জানুয়ারি বিএসএফ এই ১৭৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ২-এস সাব পিলার এলাকায় নো-ম্যান্স ল্যান্ডের ১০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। এখন আবারও তারা সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশিদের ওপর হামলা চালিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা সীমান্তের পর পাশ্ববর্তী কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের ফসল ও গাছ-পালা কেটে দেয়। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি ও বিএসএফ সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করে।

তিনি বলেন, বিকেলে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ এই ঘটনার জন্য আমাদের নিকট দুঃখপ্রকাশ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। সীমান্তে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আর্ন্তজাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছি। দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply