ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে নিজ নিজ খেলায় জয় পেয়েছে লিভারপুল ও ইউভেন্তাস। লা লিগার প্রত্যাবর্তনটা ভালো হয়নি বার্সেলোনার। অপরদিকে, এগিয়ে থেকেও ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালের। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শীর্ষ লিগের ম্যাচগুলো মাঠে গড়ায়।
নিজ ম্যাচে শুরু থেকেই আর্সেনাল ছিলো আক্রমণাত্মক। ম্যাচের বেশিরভাগ সময় বলের পজিশন ধরে রেখে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে চেপে ধরে গানাররা। তবুও, ৩৫ মিনিট পর মেলে প্রথম গোলের দেখা পায় তারা। মার্তিনেল্লির শট ফিরিয়ে দিলেও, বল পেরিয়ে যায় গোল লাইন। লিডে থেকে বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে হাভার্টজের কল্যানেই দ্বিতীয় গোলের দেখা পায় গানাররা। এরপরই, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভিলা। ম্যাচের ৬০ মিনিটে দূর্দান্ত এক ডাইভিং হেডে ব্যবধান কমান টিয়েলেমান্স। পরের মিনিটেই তারা সমতায় ফিরতে পারতো। তবে, বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৬৮ মিনিটে দারুণ এক ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। দুই প্রান্ত আর মাঝমাঠের আক্রমণে নাস্তানাবুদ প্রতিপক্ষের রক্ষণভাগ। বিধিবাম, জালের দেখা পাচ্ছিলো না পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। আগ্রাসী হয়ে ওঠে স্লট শিষ্যরা। প্রথমার্ধে গোলমুখে ১৩টি শট নিয়েও, গোল বঞ্চিত থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পরও একই গতিতে চলতে থাকে খেলা। ম্যাচ যখন ড্র’য়ের পথে তখনই ত্রাতা হয়ে আসেন নুনেজ। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেড লক ভাঙ্গেন উরুগুয়ের ফরোয়ার্ড। এক মিনিট পরই ব্রেন্টফোর্ডের কফিনে শেষ পেরেক ঠুকেন নুনেজ।
অন্যদিকে লা লিগায় ফিরেই হোঁচট খেয়েছে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় কাতালানরা। স্কোর শিটে নাম লেখান কুন্দে। পরের মিনিটেই সমতায় ফেরে গেতাফে। কস্তার ভলি বার্সা গোলরক্ষক এক হাতে ফেরালেও আরামবারির পায়ে লেগে বল খুজে নেয় জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালের একটি প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। ৬৯ মিনিটে তার শট পরাস্থ হয় গেতাফের গোলরক্ষকের কাছে। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রাফিনিয়াও। শেষমেষ, ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।
ইতালিয়ান লিগের ইউভেন্তাস-এসি মিলান হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে তুরিন বাহিনী। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫৯ ও ৬৪ মিনিটে গোলের দেখা পান যথাক্রমে স্যামুয়েল এবং ওয়াহ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তাস। লিগের অপর ম্যাচে নাপোলির কাছে ৩-২ গোলে হেরেছে আটলান্টা।
/এমএইচআর
Leave a reply