শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে নবী হোসেন নামে এক সাবেক সেনা সদস্যের একটি বহুতল ভবন থেকে বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আল মদিনা চক্ষু হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। এ সময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তরা হলো, উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে নবী হোসেন (৬০) ও মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে সজল (৫০)।

রোববার সকাল দশটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, শ্রীপুর মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকায় সাবেক সেনা সদস্য নবী হোসেনের বহুতল ভবনে অবৈধ বিদেশি মদ বিক্রির জন্য এনে রাখা হয়েছে। এরপর শ্রীপুর থানা পুলিশ ওই ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে মশার কয়েলের সাতটি কার্টন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিয়া পালিয়ে যায়। মাদক কারবারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply