বৈষম্য দূর করতে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার: সাইফুল হক

|

ফাইল ছবি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তবর্তী সরকারের ৫ মাস পার হলেও জাতিগত বৈষম্য দূর করতে কোনো ধরণের তৎপরতা দেখা যায়নি। বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য দূরীকরণে কোনো কমিশন গঠন করা হয়নি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে এ কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৬ বছর ধরে মানুষের প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ সময় আলাপ-আলোচনার মাধ্যমে চলতি বছরের মধ্যেই নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে সরকারের সমালোচনাও করেন তিনি।

তিনি আরও বলেন, আদিবাসীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলার সাথে জড়িতরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply