‘মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলেই মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরশীল’

|

রংপুর ব্যুরো:

বিগত সময়ে রাজনৈতিক প্রভাব এবং সরকারের হস্তক্ষেপে মূলধারার গণমাধ্যমগুলো সঠিকপথে চলতে পারেনি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলেই মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল হয়েছে।

রোববার( ১৯ জানুয়ারি)  দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

কমিশন প্রধান বলেন,  ১৫ বছরে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলেই হঠাৎ গড়ে গড়ে ওঠা অনলাইন মিডিয়াকে বেশি বিশ্বাস করেছে মানুষ।

কামাল আহমেদ বলেন, মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে রাজনীতির কারণে। রাজনৈতিক প্রভাব। সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ। মামলা মোকাদ্দমা আইন দিয়ে নিয়ন্ত্রণ ও নিপীড়নের চেষ্টা। ভয় ভীতি প্রদর্শন। আবার একইভাবে কর্পোরেট চুক্তি। বড় বড় মালিকদের যে কর্পোরেট স্বার্থ। সেই কর্পোরেট স্বার্থে অতি মুনাফার লোভে তারা সংবাদমাধ্যমকে ব্যবহার করেছেন।

তিনি বলেন, দুষ্টুচক্র না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজেই আসবে না। গণমাধ্যমে এই চক্র ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি রাজনৈতিক সরকারের দায়িত্ব অনেক উল্লেখ করে কামাল আহমেদ বলেন, ভাঙা খুব সহজ হবে না। ভাঙতে যেমন এই অন্তর্বর্তী সরকার তাকেও যেমন পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাদেরকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আবার নতুন কিছু পদক্ষেপ নিতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, কমিশন সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, মোস্তফা সবুজ, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধরণ সম্পদক সরকার মাজহারুল মান্নানসহ বিভাগের আরও গণমাধ্যম কর্মীরা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply