যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় প্রবেশ করছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করছে দুশ’র বেশি ট্রাক। খবর আরব নিউজের।
জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ক্যানজাতীয় খাবার, আটা, জ্বালানিসহ জরুরি খাদ্যপণ্য। ত্রাণ প্রবেশ করছে মিশর, জর্ডান ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়েও।
কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক প্রতিদিন ফিলিস্তিনে প্রবেশ করবে ত্রাণ সামগ্রীর ৬০০টি ট্রাক। এর মাঝে ৫০টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি।
এদিকে, সবচেয়ে বেশি মানবেতর সময় কাটাচ্ছে গাজার উত্তরের বাসিন্দারা। এসব এলাকাগুলোয় প্রতিদিন পৌঁছাবে ত্রাণভর্তি ৩০০ ট্রাক।
এর আগে, রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দিনে তিন নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ৯৫ ফিলিস্তিনি বন্দি। এদের বেশিরভাগ নারী ও শিশু।
/এএম
Leave a reply