কুষ্টিয়ায় সেনা অভিযানে হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

|

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, কাজলি খাতুন (৪৬) এবং আব্রাহাম লিংকন (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় এক হাজার পিস ইয়াবা এবং নগদ উনিশ লাখ সাতষট্টি হাজার পাঁচশত টাকাসহ দুইজনকে আটক করা হয়।

এতে আরও বলা হয়, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত মাদক ও টাকা থানায় হস্তান্তর করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply