গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।
এ তথ্য নিশ্চিত করেছে সিনএনএন ও আল জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম। স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীও ওই তিন জিম্মির মুক্তির তথ্য জানিয়েছে।
জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ওই তিনজন হলেন– রোমি গোনেন (২৪), ডোরন স্টেইনব্রেচার (৩১) ও এমিলি দামারি (২৮)।
এই জিম্মিদের ফেরত আনতে রেডক্রসের একটি দল দুপুরেই গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। তাদের মাধ্যমেই ওই তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মোতাবেক মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের প্রাথমিক আশ্রয় দেয়ার জন্য তৈরি একটি স্থানের ভিডিওচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। মুক্তি পাওয়া জিম্মিদের সুবিধার্থে স্থানটিতে রয়েছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস ও বিশ্রামের সুবিধা।
এর আগে, রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দিনে তিন নারী জিম্মিকে মুক্তি দিলো হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ৯৫ ফিলিস্তিনি বন্দি। এদের বেশিরভাগ নারী ও শিশু।
/এএম
Leave a reply