৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীন ও ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প চীন ও ভারত সফরের বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করেছেন।
২০১৭ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বেইজিং সফর করেছিলেন। তবে এবারের সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটি সূত্র বলছে, ট্রাম্প দায়িত্ব নিয়ে প্রথম ১শ’ দিনের মধ্যে চীন সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
কিন্তু চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ইতিমধ্যেই চাপের মুখে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) ট্রাম্প ও সি চিন পিংয়ের মধ্যে ফোনালাপ হয়। নির্বাচনের পর এটি ছিল তাদের প্রথম যোগাযোগ।
ফোনালাপে আলোচনার বিষয়বস্তু ছিল বাণিজ্য, টিকটক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু। পরবর্তীতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার আশা, আমরা দু’দেশ একসঙ্গে অনেক সমস্যার সমাধান করতে পারব এবং তা অবিলম্বে শুরু হবে।’
অন্যদিকে, ট্রাম্প ভারত সফরের পরিকল্পনাও করছেন বলে জানা গেছে। তবে দায়িত্ব গ্রহণের পর তার মূল মনোযোগ থাকবে অভ্যন্তরীণ ইস্যুতে। এছাড়া নির্বাহী আদেশগুলোর প্রচারে প্রথম সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ ভ্রমণ করবেন বলেও জানা গেছে।
/এআই
Leave a reply