রুহুল কবির রিজভী। ফাইল ছবি।
শিল্প-সাহিত্যের বিকাশ ঘটাতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক সংগ্রাম সংস্কৃতি ছাড়া বিকাশ লাভ করতে পারে না। একটি সমাজ যদি গণতান্ত্রিকভাবে বিকশিত হতে না পারে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয়। বিগত সরকার চৌর্যবৃত্তি লুণ্ঠন টাকা পাচারের পরিকাঠামো নির্মাণ করেছিল।
তিনি আরও জানান, বিগত সরকার আমলের অর্থ পাচার নিয়ে বলেন, আওয়ামী সরকারের আমলে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ থাকলে এর বিরুদ্ধে প্রতিবাদ হতো বলে মন্তব্য করেন রিজভী।
/এএস
Leave a reply