ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ সেশন থেকে ২০১৭-১৮ সেশনের ২৯ শিক্ষার্থী আবারও তাদের ছাত্রত্ব পাচ্ছে। তারা সকলে ছাত্রদলের নেতাকর্মী। বিগত সময়ে তারা ছাত্রলীগের বাধায় ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এর মধ্যে কেউ কেউ এক-এগারো সরকারের আমল থেকে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেননি। ছাত্রত্ব ফেরত পেলে তারা এখন শিক্ষাজীবন সমাপ্ত করতে পারবেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন, তার সংগঠনের ২৯ জনের পুনরায় ঢাবিতে ছাত্রত্ব পাওয়ার বিষয়ে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদল অভিযোগ করে আসছিল, ঢাবি ক্যাম্পাসে তারা সহাবস্থানের সুযোগ পাচ্ছে না। ক্যাম্পাসে গেলেই হামলা-নির্যাতনের শিকার হচ্ছেন। সংগঠনটির অনেকে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে বাধার সম্মুখীন হওয়ারও অভিযোগ ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে নিয়মিত নিজেদের ক্রার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই জানা গেলো, শিক্ষাজীবন শেষ করতে না পারা সংগঠনটির ২৯ জনকে আবারও ছাত্রত্ব দিচ্ছে ঢাবি বিশ্ববিদ্যালয়।
এর আগে, এসব শিক্ষার্থী একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে ভিসি বরাবর আবেদন করেন। শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেন, এক-এগারোর শুরু থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত তারা রাজনৈতিক প্রতিহিংসা/নির্যাতনের শিকার হওয়ায় একাডেমিক কার্যক্রম শেষ করতে পারেননি। তারা এখন ফের একাডেমিক কার্যক্রম শুরু করতে চান।
গত ২৯ ডিসেম্বর ডিনস কমিটির সভায় তাদেরকে ছাত্রত্ব ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
/এমএন
Leave a reply