রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে সাত একর জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় অভিযান।
গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য ৭ একর জায়গা বরাদ্দ দেয় বিএনপি জোট সরকার।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই জমি অবৈধভাবে দখলে নেয় ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার লোকজন। পরে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়।
জানা যায়, সাত একর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনায় বসবাস করেন ২০ হাজারের বেশি মানুষ। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। হঠাৎ করে অভিযান চালানোয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিকরা তাদের জমি উদ্ধারের আবেদন জানান। তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।
/এএম
Leave a reply