ময়মনসিংহ ব্যুরো:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম ও সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল, স্থায়ী বহিষ্কার ও সনদ স্থগিতসহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাংবাদিক মারধরের ঘটনায় একজনকে স্থায়ী বহিষ্কার, দুইজনকে স্থায়ী বহিষ্কার সঙ্গে স্নাতকের সনদ বাতিল, দুইজনের স্নাতকোত্তর সনদ বাতিল, আরও দুই জনের সনদ এক বছরের জন্য স্থগিত এবং ৯ জনকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ ও আরেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফাহাদ বিন সাঈদ ও আহসান হাবীবের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েক দফায় মারধর করেন আবু নাঈম আব্দুল্লাহর অনুসারীরা।
পরে এ ঘটনায় ওইদিনই বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের তৎকালীন প্রভোস্ট মাসুম হাওলাদারকে সভাপতি ও তৎকালীন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্যসচিব করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
/এসআইএন
Leave a reply