মিরপুর ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

|

রাজধানীতে মিরপুর থানা ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কর্মীসভায় উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা অংশ নেন।

এতে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা-মামলার স্বীকার হয়ে পালিয়ে থাকতে হয়েছে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে অনেকে। কেউ হারিয়েছে ব্যবসা-বাণিজ্য। তবুও নেতাকর্মীরা একদিনের জন্যও রাজপথ থেকে সরে যায়নি।

নেতাকর্মীদের আবারও জেগে উঠে আন্দোলনের মাঠে ফিরে আসার আহ্বান জানান নেতারা। বলেন, লাখো কর্মীর পেছনে অনুপ্রেরণা হয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়েছে। কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদ আর অনুপ্রবেশকারীরা কোনো কমিটিতে স্থান না পায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply