স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। আগুনে তিনটি গুদাম পুড়ে গেছে।
তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার কিছু সময় আগে একটি ঝুট গুদামের আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের একটিসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১০টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
/এমএইচ
Leave a reply