অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

|

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জানুয়ারি) দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক একাউন্টে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ১১টি ব্যাংক একাউন্টে ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর ফলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলাসহ দুইটি মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে টানা চারবার কুমিল্লা-৯ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তাজুল ইসলাম। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply