নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ 

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ববি উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

আদালত সুত্রে জানা গেছে,  ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করার মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

জজ কোর্টের বিশেষ বিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে মেয়ে কর্তৃক মাকে ও তার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply