সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ৭ হাজার ২শ’ জন পাকিস্তানি নাগরিককে সৌদি আরবের কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য দেশটির যুবরাজের প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরান।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ইমরান খান নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন।
পোস্টে ইমরান খান লেখেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আমার আবেদনে সাড়া দিয়ে প্রায় ৭,২০০ দরিদ্র ও অসহায় পাকিস্তানি নাগরিককে সৌদি কারাগার থেকে মুক্তি দেয়ার উদ্যোগ নেয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি নিঃসন্দেহে একটি মানবিক পদক্ষেপ, যা অসংখ্য পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।
তিনি আরও লেখেন, পাকিস্তানের সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য আমি সবসময় আমার অবস্থান এবং প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এটাই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে যাব।
“I am deeply grateful to Saudi Crown Prince HRH Mohammed bin Salman for responding to my appeal and releasing nearly 7200 poor and deserving Pakistani citizens from Saudi prisons.
— Imran Khan (@ImranKhanPTI) January 22, 2025
I have always strived to use my position and influence to improve the lives of ordinary…
সৌদি আরবের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে শাস্তি ভোগ করছিলেন এসব পাকিস্তানি। তবে তাদের বেশিরভাগই আর্থিক সংকটে পড়ে জরিমানা পরিশোধ করতে না পারার কারণে বন্দি অবস্থায় ছিলেন।
উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে বন্দি পাকিস্তানিদের মুক্তি নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। তার মতে, প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
/এমএইচআর
Leave a reply