আফ্রিকার দেশ সোমালিয়ার প্রায় ৬০ লাখ মানুষের এ বছর মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটি কয়েক দশকের গৃহযুদ্ধ, আল-শাবাবের রক্তাক্ত বিদ্রোহ ও ঘন ঘন জলবায়ু বিপর্যয় সহ্য করছে। অর্থনীতিও ভেঙে পড়েছে দেশটির। খবর, আরব নিউজের।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ’র এক বিবৃতিতে জানানো হয়েছে এমন তথ্য। দেশটি অচিরেই একটি জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। এজন্য ১৪৩ কোটির তহবিল আবেদনের কাজ শুরু হয়েছে।
Today, #Somalia Federal Gov't & hum. community launched the 2025 Humanitarian Needs & Response Plan.
— OCHA Somalia (@OCHASom) January 22, 2025
The plan seeks US$1.42BN to assist 4.6M most vulnerable Somalis.
Partners thanked donors for support in 2024 & called for increased funding in 2025. https://t.co/9AcooK5wCX pic.twitter.com/s0oWHF78DL
ওসিএইচএ আরও জানিয়েছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের বৃষ্টিপাতের কারণে দেশটি বর্তমানে ব্যাপক শুষ্ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
প্রসঙ্গত, সোমালিয়ান সরকারের সঙ্গে সম্প্রতি একটি তহবিল আবেদন করেছে ওসিএইচএ। এর লক্ষ্য হলো দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ৪৬ লাখ মানুষকে সহায়তা করা।
/এমএইচআর
Leave a reply