খুলনায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

|

প্রতীকী ছবি।

খুলনায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মো. মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামপালের উপজেলার ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান মিজান শেখ সুমন এবং একই উপজেলার শঙ্খনগর এলাকার ইয়াদ আলী। এ সময় তাদের কাছ থেকে চারটি রামদা, একটি কাটার, একটি লোহার পাইপসহ একটি পিকআপ জব্দ করা হয়।

মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরীর ময়ূর ব্রিজের সামনে একটি পিকআপকে গতিরোধ করার সিগন্যাল দেয়া হয়। তখন পিকআপটি না থেমে বেপরোয়া গতিতে রূপসা সেতুর দিকে এগিয়ে যায়। পরে কুদিরমার বটতলা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় পিকআপটির গতিরোধ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। তবে পিকআপে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকার দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বেশকয়েকটি মামলা রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply