সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশে চীন যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব

|

সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারি) দু’দিনের সফরে বেইজিং যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। ভারত ও চীনের মধ্যকার পররাষ্ট্র সচিব-উপমন্ত্রী বৈঠকে যোগ দিতেই মূলত মিসরির এ সফর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৬-২৭ জানুয়ারি বেইজিং সফর করবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। এই সফরে, ২০২০ সালে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের সেনাসদস্যদের সংঘর্ষের পর স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বেইজিং সফর করেন এবং সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি (এসআর) সংলাপের কাঠামোর অধীনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে আলোচনা করেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply