জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওয়াশিংটনের সিয়াটলের একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন। আদালতে এক শুনানির সময় তিনি বলেছেন, ‘এটি স্পষ্টভাবেই একটি অসাংবিধানিক আদেশ।’
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, বিচারক জন কফেনর এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।
এরইমধ্যে এ আদেশের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছেন ২২ রাজ্যের ড্যামোক্রেট অ্যাটর্নি জেনারেলরা। বিরোধীদের অভিযোগ, ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে, বিচারপতির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে, এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই একশ’র বেশি নির্বাহী আদেশে সাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল– নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেয়া হয়েছিল।
/এএম
Leave a reply