আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। প্রতি গ্রুপের সেরা তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, বাংলাদেশ জয় পেয়েছে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সুপার সিক্সের নিয়ম অনু্যায়ী একই গ্রুপ থেকে কোয়ালিফাই করা দলগুলো একে অপরের মুখোমুখি হয় না। আবার নিজেদের গ্রুপে দলগুলোর যে অবস্থান সুপার সিক্সের অন্য গ্রুপ থেকে আসা দলগুলোর মধ্যে সেই অবস্থানের দলের মুখোমুখি হয় না। অর্থাৎ, এক গ্রুপ চ্যাম্পিয়ন অন্য গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি না হয়ে মোকাবিলা করবে অপর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের।
বাংলাদেশ নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই তারা মোকাবিলা করবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানে থাকা দলের। সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গী গ্রুপ ‘এ’। সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে যথাক্রমে ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
Group Stage ✅
— ICC (@ICC) January 23, 2025
Super Six 🔜
Here are the teams that have made it to the next round at the #U19WorldCup in Malaysia 🏏 pic.twitter.com/gYyV8RUmWC
সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রেও আসবে পয়েন্টের হিসাব। যোগ হবে গ্রুপ পর্বের পয়েন্টও। এক্ষেত্রে অবশ্য বিবেচনায় আনা হবে যারা সুপার সিক্সে উঠেছে শুধু তাদের বিপক্ষে পাওয়া পয়েন্ট। আপাতত সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
সুপার সিক্সে থাকা দুই দলের বিপক্ষে জয় নিয়ে শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পেলেও রানরেটের হিসেবে এগিয়ে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা (+০.৫২৫)। চারে থাকা জুনিয়র নারী বাংলাদেশিদের রানরেট +০.৪২৫।
আগামী ২৬ জানুয়ারি ভারত ও ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র বাঘিনীরা।
/এমএইচআর
Leave a reply