গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ীতে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেন দুর্ঘটনায় নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর এরশাদনগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়েমুচরে যায়। এতে দুজনের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) এস এম আরিফ বলেন, রাত দশটার সময় দুই মোটরসাইকেল আরোহী সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা অরক্ষিত রেল ক্রসিংটি অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply