ফাইল ছবি।
শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।
এসময় শিক্ষার্থীরা ভর্তির লড়াইয়ে ব্যস্ত থাকলেও বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকতে দেখা যায় অভিভাবকদের। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষা শুরুর আগে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এর আগে, অনলাইনে বা সরাসরি সিট প্ল্যান দেখার সুযোগ পেয়েছিলেন ভর্তিচ্ছুরা। এবার পরীক্ষার পদ্ধতি, মান ও সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। চলতি বছর আবেদন করেছেন এক লাখ ২৫ হাজার ৪১৮ জন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৩ জন শিক্ষার্থী। গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ১ লাখ ২ হাজার পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ১০ হাজার ২৭৫ জন জন পাস করেন।
/এমএইচ
Leave a reply