চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২য় বারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই দায়িত্ব নেয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। কিন্তু শুরুতেই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। কারন- অভিবাসী বহনকারী একটি মার্কিন সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেয়নি। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে, গুয়াতেমালাগামী মার্কিন বিমানবাহিনীর দুটি ‘সি-১৭’ বিমান প্রায় ৮০ জন করে যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করে। তবে মেক্সিকোর উদ্দেশে যাত্রার জন্য নির্ধারিত তৃতীয় বিমানটি উড্ডয়নই করেনি।
মেক্সিকো কেন ওই ফ্লাইট অবতরণে বাধা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে উত্তেজনা বেড়েছে।
সেসময় ট্রাম্প হুমকি দিয়েছেন, সীমান্ত পেরিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে, এই শুল্ক এখনো কার্যকর করা হয়নি।
/এআই
Leave a reply