একেরপর এক ফ্লপ সিনেমা! এবার ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয়

|

বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সময়টা খুব একটা সুবিধার যাচ্ছে না। গত ৪ বছরে কোনো ছবিই তেমন বাজার গরম করতে পারেনি। শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘স্কাই ফোর্স’। পয়লা দিনে ব্যবসা ভালো করেছে বলেও শোনা যাচ্ছে। তবে এরইমধ্যে জানা গেছে, মুম্বাইয়ের বোরিবালির শখের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন তারকা।

ছবি: অক্ষয়ের সেই ফ্ল্যাটের ভেতরের অন্দরসজা

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনটি রুম, স্টুডিও-সহ ছিল চোখধাঁধানো অন্দরসজ্জা।

২০১৭ সালে ২.৩৮ কোটি রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন অক্ষয়। স্বাভাবিকভাবেই সম্পত্তির দাম বর্তমানে বেড়েছে।

ছবি: অক্ষয়ের সেই ফ্ল্যাটের ভেতরের অন্দরসজা

সূত্রের খবর, দিন তিনেক আগে ২১ জানুয়ারি ‘স্কাই ফোর্স’ মুক্তির আগেই পূর্ব বোরিভালির সেই বিলাসবহুল ফ্ল্যাট চড়া দামে বিক্রি করে দিয়েছেন অভিনেতা। প্রায় আড়াই কোটি টাকা দিয়ে কেনা অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন ৪.২৫ কোটি টাকায়।

উল্লেখ্য, বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না খিলাড়ি! যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছে দর্শকরাও। সমস্যা কোথায় অভিনয় না কন্টেন্ট? প্রশ্ন উঠেছে বারবার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply