টিভি উপস্থাপক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

|

ফক্স নিউজের সাবেক টেলিভিশন উপস্থাপক। যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ অতিরিক্ত মদ্যপান এবং বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিলো। অবশেষে বিতর্কিত সেই টিভি উপস্থাপক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন পিট হেগসেথ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৪৪ বছর বয়সী হেগসেথ ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাধারণত সিনিয়র বেসামরিক কর্মকর্তা, অভিজ্ঞ রাজনীতিবিদ বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। কিন্তু এবার হয়েছে ভিন্ন ঘটনা।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে তার নিয়োগ চূড়ান্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত করেছিলেন হেগসেথকে। তবে ডেমোক্র্যাটরা ব্যাপক বিরোধিতা করেছেন। হয়েছে নানা নাটক। কারন কয়েকজন রিপাবলিকানও হেগসেথকে নিয়োগ দেয়া নিয়ে আপত্তি জানায়।

হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ে। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পক্ষে ভোট দেয়ায় কারনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply