অস্ত্রোপচারের পর কর্তব্যরত অবস্থায় হঠাৎ করেই মিশরীয় চিকিৎসকের মৃত্যু

|

ডাক্তার আহমেদ মেহের। মিশরের কায়রোর নাসের ইনস্টিটিউট ফর কার্ডিওলজি অ্যান্ড সার্জারির একজন কার্ডিয়াক সার্জন তিনি। হৃদরোগ বিশেষজ্ঞ হলেও হৃদরোগে আক্রান্ত হয়েই কর্তব্যরত অবস্থায় হঠাৎ মারা যান এই ডাক্তার। শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘন্টা ধরে চলা কঠিন এক অস্ত্রোপচার সম্পন্ন করার কিছুক্ষণ পরেই তরুণ ডাক্তার তার সহকর্মীদের সামনেই ভেঙে পড়েন।

চিকিৎসা সূত্র জানিয়েছে যে অপারেশন রুমে ডা. মাহের ক্লান্তির লক্ষণ দেখিয়েছিলেন। কিন্তু দায়িত্বে অবহেলা না করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের যত্ন নিয়েছিলেন। ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পুনরুজ্জীবিত করার জন্য তার সহকর্মীদের মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও, তার হৃদয় পুনরায় চালু করা যায়নি।

জাতীয় হার্ট ইনস্টিটিউটের প্রাক্তন ডিন ডা. গামাল শাবান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি শেয়ার করে বলেছেন, ‘ডা. আহমেদ মাহের পাঁচ ঘন্টার অস্ত্রোপচারের সময়সূচী সম্পন্ন করার পরে হঠাৎ করে মারা যান। তিনি তার সহকর্মীদের সাথে সংক্ষিপ্ত কথা বলেছিলেন এবং ক্লান্ত বোধ করেছিলেন। কিছুক্ষণ পরে, তার হৃদয় বন্ধ হয়ে যায়। তার সহকর্মী কার্ডিওলজিস্টরা তাকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন কিন্তু পারেননি।’

ডা. শাবান আরও বলেন, ‘তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন। তবে ঈশ্বর ডা. আহমেদ মাহেরের দয়ালু এবং কোমল আত্মাকে আশীর্বাদ করুক, এই কামনায়।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply