খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব শীল হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিহতের বাবা নীতিশ সরকার বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার এজহারে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এছাড়া গতকাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব। এসময় দুর্বত্তরা অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
/এমএইচ
Leave a reply