বিজয় সরণিতে নতুন নির্দেশনায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা

|

যানজট নিরসনে বন্ধ করে দেয়া হয়েছে সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেয়ার রাস্তা। এতে সড়কের পরের দুই মোড়ে চাপ বেড়েছে। রোববার (২৬ জানুয়ারি) পূর্ণ কর্মদিবসে রাস্তায় বেড়িয়ে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা ।

এর আগে, গত শনিবার থেকে সিদ্ধান্তটি কার্যকরে কাজ করছে ট্রাফিক বিভাগ। আজ অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা থাকায় সকাল থেকেই চাপ বেড়েছে বিজয় সরণিতে।

চালক ও যাত্রীরা বলেছেন, ডানে যাওয়া বন্ধ করায় ভোগান্তি আরও বেড়েছে। যে সিগন্যাল পার হতে আগে ১০ মিনিট লাগতো; এখন সেটা পার হতে ২০ মিনিট থেকে আধঘণ্টা সময় লেগে যাচ্ছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন তারা।

ট্রাফিক পুলিশ বলছে, শনিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরে কাজ চলমান। তবে নগরবাসীর বড় অংশ বিষয়টি না জানায় পড়ছেন বিপাকে। তাদের প্রত্যাশা, সময়ের সাথে সাথে সেই ভোগান্তি কমে আসবে। তবে, আশানুরূপ পরিবর্তন না আসলে সেটাও বিবেচনা করা হবে বলে জানান তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply