১৭ জন ফেডারেল সংস্থার মহাপরিদর্শককে (আইজি) বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে স্বাধীন নজরদারি ভূমিকার জন্য তার নিজস্ব পছন্দের কর্মকর্তাদের নিয়োগের পথ সুগম হয়েছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে মহাপরিদর্শকরা হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের প্রধান সার্জিও গোরের কাছ থেকে একটি ইমেইল পান, যেখানে তাদের জানানো হয় যে অগ্রাধিকার পরিবর্তনের ফলে তাদের পদগুলো অবিলম্বে সমাপ্ত করা হয়েছে।
বরখাস্তের ঘটনায় আইজিদের ’প্রহরী’ নামে পরিচিত আইওয়ার রাজ্যের সিনেট জুডিশিয়ারি চেয়ারম্যান চাক গ্রাসলিসহ কিছু রিপাবলিকান সিনেটর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ফেডারেল আইন অনুসারে হোয়াইট হাউস থেকে কংগ্রেসকে ৩০ দিনের নোটিশ দেয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে, ট্রাম্পের মহাপরিদর্শক বরখাস্তের প্রতিক্রিয়ায়, কংগ্রেস তাদের সুরক্ষার জন্য নতুন আইন তৈরি করেছিল। ২০২২ সালের একটি আইনে হোয়াইট হাউসকে যেকোনো মহাপরিদর্শককে বরখাস্ত করার জন্য যুক্তিসঙ্গত যুক্তি প্রদান করতে হবে।
/এআই
Leave a reply