পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক সংঘর্ষে ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘আরব নিউজ পাকিস্তান’ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি এই অঞ্চলে জঙ্গি তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, লাক্কি মারওয়াতে অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত ও ছয়জন আহত হয়েছেন। কারাক জেলায় আরো আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সেনাবাহিনী আরো বলেছে, তাদের তৃতীয় অভিযানটিতে গোষ্ঠীটির নেতাসহ চার সন্ত্রাসী নিহত ও দু’জন আহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
/এআই
Leave a reply