বাইডেনের আটকে দেয়া ২ হাজার পাউন্ডের বোমাগুলো ইসরায়েলকে দেয়ার নির্দেশ ট্রাম্পের 

|

ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমাগুলো সরবরাহের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বোমাগুলো সরবরাহের স্থগিতাদেশ তুলে নেয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল বোমাগুলো ক্রয়ের জন্য অর্থ প্রদান করেছে এবং তারা অনেক দিন ধরে সেই বোমাগুলোর জন্য অপেক্ষা করছে। বর্তমানে বোমাগুলো স্টোরেজে আটকে আছে। তাই সেগুলোকে প্রকৃত মালিকের কাছে দিয়ে দেয়া হচ্ছে।

একটি ২০০০ পাউন্ড ওজনের বোমা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করতে পারে, যার ফলে বিস্ফোরণের ব্যাসার্ধ বিস্তৃত হয়। তবে ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন, সেটা আগে থেকেই ধারণা করা হয়েছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের ওপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের ওপর ব্যবহার করতে পারে, এমন আশঙ্কা থেকে বাইডেন এ বোমা সরবরাহ করেননি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply