জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরে মুজিববাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসে তারা। পরে চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করে তারা।

শিক্ষার্থীরা জানান, জামালপুর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। রাঘব বোয়ালদের গ্রেফতার না করাসহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এ ছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেফতার করছে। তাদের আবার জামিনেও ছেড়ে দেয়া হচ্ছে। এই দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের ছাড় দেবো না। তবে পুলিশ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply